IPL 2020: ভুবনেশ্বর কুমারের পরিবর্তে কাকে নিল হায়দরাবাদ, জেনে নিন
বড় ধাক্কা হায়দরাবাদ শিবিরে। চোটের কারণে গোটা আইপিএল থেকে ছিটকে গেছেন টিম ইন্ডিয়ার পেসার ভুবনেশ্বর কুমার।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে বল করতে গিয়ে পেশিতে চোট পান। একটিমাত্র বল করার পর আর সেই ওভার শেষ করতে পারেননি তিনি। মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর তার পরেই এবারের মতো আইপিএল শেষ হয়ে গেল
ভুবনেশ্বর কুমারের পরিবর্ত হিসেবে অন্ধ্রপ্রদেশের ২২ বছর বয়সী বাঁহাতি পেসার পৃথ্বীরাজ ইয়ারাকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। কোয়ারেন্টিন পর্ব সেরে তাঁকে দলের সঙ্গে যুক্ত হতে বলা হয়েছে।
২০১৯ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন পৃথ্বীরাজ। ওই বছর মাত্র দুটি ম্যাচ খেলে একটি উইকেট নিয়েছিলেন। এবার নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য দর হাকায়নি। শেষপর্যন্ত ভুবনেশ্বর কুমার ছিটকে যাওয়ায় পৃথ্বীরাজ ইয়ারাকে দলে নিল হায়দরাবাদ।
ভুবনেশ্বর কুমারকে আপাতত দেড় মাস বিশ্রাম নিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সব মিলিয়ে ভুবির সুস্থ হতে প্রায় দু'মাস লেগে যেতে পারে।