বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগ বিধাননগর পুরসভার, বাড়ি বাড়ি পৌঁছল ২টি বালতি
সুতপা সেন: 'নির্মল বাংলা' কর্মসূচিতে অভিনব পদক্ষেপ করল বিধাননগর পুরসভা। পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে প্রতিটি বাড়িতে বর্জ্য ফেলার জন্য দেওয়া হচ্ছে দু'ধরনের পাত্র।
সবুজ ও নীল- রঙের দুটি বিন দেওয়া হচ্ছে নাগরিকদের। সবুজ বিনে ফেলতে হবে পচনশীল বস্তু। বাকি বর্জ্য ফেলতে হবে নীল পাত্রে।
সবুজ বালতিতে ফেলতে হবে কাটা সবজির উচ্ছিষ্ট, রান্না করা খাবার, ডিমের খোলা, মাছের আঁশ, হাড় ইত্যাদি পচনশীল বস্তু।
প্লাস্টিক, কাঠ, লোহা, ধাতব বস্তু ও অন্যান্য অপচনশীল বস্তু ফেলতে হবে নীল বালতিতে।
বর্জ্যের মধ্যে ফারাক করার প্রক্রিয়া ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে চালু হয়েছে। পচনশীল দ্রব্যগুলিকে সার হিসেবেও কাজে লাগানো হচ্ছে। এরাজ্যে এহেন উদ্যোগে পথ দেখাল বিধাননগর পুরসভা।