Kolkata Airport: এবার জলের দরে ফল! বড় ঘোষণা কলকাতা বিমানবন্দরের, বিরাট সুখবর যাত্রীদের জন্য...

Mon, 23 Dec 2024-3:34 pm,

বিমানবন্দরে প্রায় সব কিছুরই দাম আকাশ ছোঁয়া। কিন্তু তাও বহু মানুষ যাওয়া আসার জন্য বেঁছেনেন বিমানকে। অনেকে সময় বাঁচাতে অনেকে এমনি। রেল স্টেশনে সাধ্যর মধ্যে খাবার-পানীয় মিললেও বিমানবন্দরে আগুন সেই সব পণ্যের দাম।

 

কিন্তু এবার বড় চমক নিয়ে এল কলকাতা এয়ারপোর্ট। খুব সস্তায় মিলবে এই খাবার-পানীয়। 

এখন ১০ টাকাতেই মিলবে চা। সঙ্গে সস্তায় মিলবে কিছু মুখরোচক খাবারও। 

উল্লেখ্য, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক একটি পাইলট প্রকল্প হিসাবে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে 'উড়ান যাত্রী ক্যাফে' চালু করার ঘোষণা করেছে। এই প্রজেক্টটি সফল হলে বিমানবন্দর কর্তৃপক্ষ পরিচালিত অন্যান্য বিমানবন্দরগুলিতেও জারি করা হবে।

এই খবরটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে আপ সাংসদ লিখেছেন, 'এই পরিবর্তনটি তৈরি হতে দেখে আনন্দিত! আমি সংসদের এই শীতকালীন অধিবেশনে বিমানবন্দরে খাবারের সামর্থ্যের বিষয়টি তুলে ধরার পরে, কলকাতা বিমানবন্দরে চায়ের দাম কমানো হয়েছে। এটি আমাদের নাগরিকদের জন্য একটি জয়, এবং আমি অনুঘটক হিসেবে গর্বিত। এই পরিবর্তন আশা করি আরও বিমানবন্দরগুলি এই উদাহরণ অনুসরণ করবে এবং পরবর্তী অধিবেশনে আমি কোন সমস্যাগুলি উত্থাপন করব আপনারা জানান?' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link