৩ কেজি নয়, আরও বড় ইলিশ! দাম ১৪ হাজার
দীঘার মোহনায় রেকর্ড ইলিশ এসেছে, চওড়া হাসি ব্যবসায়ীদের। কিন্তু এখনও সেভাবে আশা দেখাতে পারেনি ডায়মন্ড হারবার।
মাছ ব্যবসায়ীরা বলছেন, শুরুটা খারাপ হলেও পরিস্থিতি বদলাবে।
এদিনই জালে উঠেছে সাড়ে তিন কেজির ইলিশ, দর উঠেঠে ১৪ হাজার টাকা।
দীঘা মোহনায় ১০০ টন ইলিশ উঠেছে।
দীঘার মোহনায় বেশি মাছ ধরা পড়ার কারণেই ডায়মন্ড হারবারে এবার মাছ ধরার হার কম।
নিম্নচারপ কাটলে পরিস্থিতি বদলাবে, আশা ডায়মন্ড হারবারের মাছ ব্যবসায়ীদের।
সাড়ে তিন কেজির ইলিশ, দাম ১৪ হাজার।
সাড়ে তিন কেজির ইলিশ, দাম ১৪ হাজার।
সাড়ে তিন কেজির ইলিশ, দাম ১৪ হাজার।