Kalipuja 2024: পঙ্কজের কীর্তি! করুণাময়ীর জ্যান্ত কালী চমক দিচ্ছে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তুলির টানে প্রাণবন্ত মা তারা। কালীপুজোর আগে বড় চমক মেকআপ শিল্পী পঙ্কজ বিশ্বাসের। এ যে প্রাণবন্ত মা কালী। করুণাময়ী কালী মন্দিরের কথা আমরা সবাই জানি।
মায়ের দর্শন থেকে মায়ের পুজোতে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরে। এবারে সেই কালী মন্দিরের ইতিহাস নিয়ে নতুনভাবে কাজ করলেন মেকআপ শিল্পী পঙ্কজ বিশ্বাস।
মানুষকে নিজের তুলির টানে একেবারে মিলিয়ে তৈরি করলেন মা কালীর মূর্তি। মেকআপ দিয়ে সাজিয়ে তৈরি করেছেন এই মূর্তি। যে মূর্তি দেখে আনন্দিত ও অবাক টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরের প্রতিটি দর্শনার্থী।
টানা কয়েক ঘন্টা মেকআপ করে তৈরি করেছেন মানুষকে নিয়ে মা কালী ও মহাকাল বিগ্রহ। যে মূর্তি দেখে বলা মুশকিল আসল মা কালী নাকি মেকআপ করা মানুষকে নিয়ে মূর্তি।
শিল্পী পঙ্কজ বিশ্বাস জানান, 'বহুদিন থেকে ইচ্ছা ছিল মা কালীর প্রজেক্ট নিয়ে কাজ করার। টুলির টানে মা কালীকে প্রাণবন্ত করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকে এই প্রচেষ্টা। ভালো লাগছে এই প্রজেক্টটা সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই'।