সিদ্ধার্থ শুক্লর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ, রেশমির পর সরব আরও এক অভিনেত্রী
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল-র বিরুদ্ধে এবার একের পর এক অভিযোগ করছেন রেশমি দেশাই, শীতল খন্ডাল-রা
অভিযোগ সিদ্ধার্থ শুক্ল নাকি তাঁদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন
বিগ বসের ঘরে হাজির হয়ে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই অভিযোগ করেন, দিল সে দিল তক-এর শ্যুটিংয়ের সময় সিদ্ধার্থ নাকি তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেছেন, শুধু তাই নয়, ধারাবাহিকের প্রত্যেকটি ঘনিষ্ঠ দৃশ্যের আগে সিদ্ধার্থ তাঁর সঙ্গে ঝগড়া শুরু করে গালিগালাজ করতেন
বিগ বসের ঘরেও নাকি সিদ্ধার্থ শুক্ল তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেন, এমন অভিযোগও করেন রেশমি দেশাই
রেশমির পর বালিকা বধূ-র অভিনেত্রী শীতল খন্ডালও সিদ্ধার্থ শুক্ল-র বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ করেন
বালিকা বধূ-র শ্যুটিংয়ের সময় সিদ্ধার্থ শুক্ল তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ করেন শীতল খন্ডাল। ওই সময় প্রযোজক সংস্থাকে সে কথা তিনি জানিয়েছিলেন বলে শীতল দাবি করেন। কিন্তু ওই সময় তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন বলে সিদ্ধার্থের কথা বলতে ভয় পান বলেও জানান শীতল