কেমন আছেন শেফালি, দেখুন `কাঁটা লগা গার্ল`-এর উষ্ণতা ছড়ানো মুহূর্ত
কাঁটা লগা গার্ল-কে মনে আছে তো?
এবার সেই কাঁটা লগা গার্ল শেফালি জরিওয়ালা হাজির বিগ বসের তেরো-র শোয়ে
সলমন খানের শোয়ে ওয়াইল্ড কার্ডের প্রতিয়োগী হিসেবে হাজির হচ্ছেন শেফালি জরিওয়ালা
ইতিমধ্যেই বিগ বসের ঘরের গোপন কুঠুরি ছিলেন শেফালি
সেখানে থেকেই বসের ঘরের অন্য় প্রতিযোগীদের উপর নজর রাখছিলেন তিনি
সম্প্রতি শেফালি জরিওয়ালার একটি প্রমো সামনে আসে
সেখানেই শেফালিকে বলতে শোনা যায়, এবার বসের ঘরের সব যোগ বিয়োগের অঙ্ক পালটে যাবে
প্রসঙ্গত বসের ঘরে শেফালির হাজির হওয়ার খবর ছড়ানোর পর একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে
মুঝসে শাদি করোগি-তে সলমন খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং অক্ষয় কুমারের সঙ্গে ছোট্ট চরিত্রে স্ক্রিন শেয়ার করেন শেফালি
বসের ঘরে শেফালির হাজির হওয়ার খবর প্রকাশ্য়ে আসতেই ওই ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে