Bigg Boss 16 Winner MC Stan: মাত্র ২৩শে জিতলেন বিগ বস, জেনে নিন এমসি স্ট্যানের আসল নাম, সম্পত্তির পরিমাণ...

Mon, 13 Feb 2023-6:06 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ২৩ বছর বয়সেই বিগ বস সিজন ১৬ জিতলেন এমসি স্ট্যান। এদিন তাঁর হাতে ট্রফি তুলে দিলেন সলমান খান।

 

পুরস্কার হিসাবে এমসি স্ট্যান পেলেন ৩১ লক্ষ নগদ, একটি গাড়ি ও ট্রফি।

 

পেশায় ব়্যাপার এমসি স্ট্যানের আসল নাম আলতাফ শেখ। পুনেতে জন্মেছেন ও সেখানেই বড় হয়েছেন। ছোট থেকে কাওয়ালি শুনতে ভালোবাসতেন এমসি স্ট্যান। সেখান থেকেই সুর তালের জ্ঞান হয়েছে বলে দাবি এমসি স্ট্যানের।

 

ক্লাস সেভেনে পড়ার সময় প্রথম ব়্যাপ করতে শুরু করেন তিনি। তাঁর জনপ্রিয় কয়েকটা কাজের মধ্যে অন্যতম তাড়িপাড়, জেন্ডার, আই অ্যাম ডান ও নম্বরকারি। তাঁর নবতম অ্যালবাম ইনসান। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন ৮০ লক্ষের বেশি নেটিজেন।

 

শুধুমাত্র ইউটিউব থেকেই মাসে লক্ষ টাকার উপর আয় করেন এমসি স্ট্যান। তাঁর বিলাসবহুল জীবন যাপন দেখেও অনেকেই অবাক হল। প্রাডা, লুই ভিটোঁ, গুচি, ভার্সেস সহ একাধিক দামি ব্র্যান্ডের পোশাক দেখা যায় তাঁর পরনে। তাঁর এক একটি জ্যাকেটের দাম প্রায় সাড়ে চার লক্ষ টাকা।

 

এমসি স্ট্যানের মোট সম্পত্তির পরিমাণ ৪০-৫০ লক্ষ টাকা। এবার সেখানে যুক্ত হল ৩১ লক্ষ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link