রেকর্ড ভাঙতে ভাঙতে যেন হাঁফিয়ে উঠেছে করোনা! এক ধাক্কায় কমল এক দিনের আক্রান্তের হার

Tue, 21 Jul 2020-10:44 am,

নিজস্ব প্রতিবেদন: লাগাতার ২ সপ্তাহ থেকে ক্রমেই বেড়েছে করোনা আক্রান্ত। সেখানেই ছন্দপতন, একধাক্বায় গতকালের থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমল প্রায় ৩ হাজার। যা নজিরবিহীন। গতকাল রাতেই করোনা প্রতিষেধকে আশার আলো জুগিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আর আজকের এই পরিসংখ্যান বাড়তি অক্সিজেন জোগাচ্ছে দেশবাসীকে।

 

 গত ২৪ ঘন্টায় দেশে নোভেল করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৪৮ জন। যার দরুন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১১ লক্ষ ৫৫ হাজার ১৯১ জন। তবে ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৪৯১ জন। বর্তমান সুস্থতার হার ৬২.৭২ শতাংশ।

 

দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ৫২৯। আর মোট সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ২৪ হাজার ৫৭৮ জন। যা সংখ্যায় সক্রিয় আক্রান্তের ৩ লক্ষ ২২ হাজারেরও বেশি। দেশে এ পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৮৪ জন।

 

মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৪৬০ জন। সে রাজ্যে মোট আক্রান্ত ৩ লক্ষ ১৮ হাজার ৬৯৫ হলেও সক্রিয় রোগী ১ লক্ষ ৩১ হাজার ৬৩৬। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭৫ হাজার ২৯ জন। ঠাকরে রাজ্যে মোট করোনায় প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৩০ জন।

 

তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৬১ জন। আর আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৮৫ জন। মোট আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৬৭৮ হলেও হাসপাতালে চিকিৎসাধীন ৫১ হাজার ৩৫১ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২১ হাজার ৭৭৬ জন। সে রাজ্যে নোভেলে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫৫১ জন।

লাগাতার উন্নতি করছে দিল্লি। গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৯৫৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৮৪ জন। দিল্লিতে এখন মোট আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৭৪৭। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪ হাজার ৯১৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৫ হাজার ১৬৬ জন। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬৬৩ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link