Bihar Election Results 2020: ম্যাজিক ফিগার NDA-র, বৃহত্তম দল BJP: নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদন: বুথফেরত সমীক্ষার ইঙ্গিতই দিচ্ছিল সকালের ভোট প্রবণতা। এনডিএ-র চেয়ে এগিয়ে গিয়েছিল মহাজোট। বেলা বাড়তেই উলটপুরাণ। ভোট প্রবণতায় এগিয়ে গেল এনডিএ।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, প্রাথমিক ভোট প্রবণতায় এগিয়ে গিয়েছে এনডিএ। তারা এগিয়ে ১২৭টি আসনে। ১০০টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে মহাজোট।
২৪৩ আসনের বিহার বিধানসভায় জাদু সংখ্যা ১২২। ১২৭টি আসনে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে এনডিএ। অর্থাৎ ম্যাজিক ফিগার পার করে ফেলেছে তারা। ভোটপ্রবণতার খুব বেশি হেরফের না হলে সরকার গড়তে চলেছে এনডিএ-ই। কারণ, কেন্দ্রে বিজেপির শরিক এলজেপি এগিয়ে ৫টি আসনে।
১০০টি আসনে এগিয়ে মহাজোট। ম্যাজিক ফিগারের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে আরজেডি-কংগ্রেস-বাম জোট। আরজেডি ৬১টি আসনে এগিয়ে। ২০টি আসনে এগিয়ে কংগ্রেস।
উল্লেখযোগ্যভাবে বিহারে 'বড় দাদা'র ভূমিকায় উঠে আসছে বিজেপি। এতদিন সেই জায়গায় ছিল জেডিইউ। কিন্তু ভোটপ্রবণতায় স্পষ্ট, জেডিইউ-র চেয়ে বেশি আসন পেতে চলেছে বিজেপি। প্রাথমিক ভোট প্রবণতায় বিজেপির আসন ৭৩, জেডিইউ ৪৭। বিহারে বিজেপিই এখন বৃহত্তম দল।