অতীত শিক্ষা! বিহারে সেলিব্রেশন হলেও লাড্ডুতে `না` BJP-র

Tue, 10 Nov 2020-7:12 pm,

নিজস্ব প্রতিবেদন:  ভুল থেকে শিক্ষা নিল বিজেপি। ভোটপ্রবণতায় প্রথমে পিছিয়ে থাকার পর দুর্দান্ত কামব্যাক করল এনডিএ। বিহারে বৃহত্তম দল হওয়ার পথে এগোচ্ছে তারা। অথচ শুধুই সেলিব্রেশন, মিষ্টিমুখ হচ্ছে না! 

গতবার বিহারে প্রাথমিক ভোটগণনায় ম্যাজিক সংখ্যা পার করে গিয়েছিল বিজেপি। মনে হচ্ছিল, সরকার গড়া সময়ের অপেক্ষা। শুরু হয়ে গিয়েছিল লাড্ডু বিতরণ। আরও লাড্ডুর অর্ডার গেল দোকানে। কিন্তু বেলা বাড়তেই ফল বদলে গেল। মাটি হল মিষ্টিমুখের আনন্দ।

অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাই আর লাড্ডু খাওয়ানো হল না বিজেপির পটনা দফতরে। এক বিজেপি নেতা জানালেন, কর্মীরা আনন্দ করছেন বটে। তবে ফল নিশ্চিত না হওয়া পর্যন্ত  লাড্ডু খাওয়ানো হবে না।

এ দিন পটনায় শঙ্খধ্বনি নিয়ে জয়ের উদযাপন করে বিজেপির মহিলা মোর্চা। আবির দিয়ে অকাল হোলিও খেলেছেন মহিলারা। বাজিও ফেটেছে।

প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, ৬৭টি আসনে এগিয়ে বিজেপি। ৬ আসন ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে। আরজেডি ৬টি আসন জিতেছে। ৬৮টি আসনে এগিয়ে। জেডিইউ ৩৭ আসনে এগিয়ে। ৪টি জিতেছে। কংগ্রেস ১৮ আসনে এগিয়ে রয়েছে। ২টি আসন জিতেছে তারা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link