Bihar Election Results 2020: ত্রিশঙ্কু বিহার? কিংমেকার কেন্দ্রে BJP-র সঙ্গী চিরাগ?
নিজস্ব প্রতিবেদন: বিহার কি ত্রিশঙ্কু হওয়ার পথে? আর সেক্ষেত্রে কি কিংমেকার হবেন কেন্দ্রে এনডিএ-র সঙ্গী চিরাগ পাসোয়ান?
বিহারে এই মুহূর্তে চলছে জোর টক্কর। ১১৩টি আসনে এগিয়ে মহাজোট। এনডিএ এগিয়ে ১১২টি আসনে।
২৪৩টি আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এখনও পর্যন্ত ভোটপ্রবণতায় কোনও দলই সেই সংখ্যায় পৌঁছতে পারেনি।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, ১৬১টি আসনের মধ্যে এনডিএ গিয়ে ৮১টিতে। ৭৫টি আসনে এগিয়ে আরজেডি।
ম্যাজিক ফিগারে কোনও দলই পৌঁছতে না পারলে কী হবে? সেক্ষেত্রে কিংমেকার হতে চলেছেন এলজেপি-র চিরাগ পাসোয়ান। কেন্দ্রে তিনি বিজেপির জোটসঙ্গী। তবে রাজ্যে নীতীশ কুমারের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে এলজেপি।