গোয়ার কাছে জঙ্গলে জন্মাচ্ছে অদ্ভুত মাশরুম, রাত হলেই আলোয় ভরিয়ে দেয় গোটা পাহাড়
অনেক ধরণের মাশরুম হয়তো আপনারা দেখেছেন। কিন্তু কখনও এমন কোনও প্রজাতির মাশরুমের কথা শুনেছেন যেটি রাত হলেই আলো ছড়িয়ে দেয় চারপাশে!
গোয়ার কাছে একটি পাহাড়ের জঙ্গলে এমন এক প্রজাতির মাশরুমের খোঁজ মিলেছে যেগুলি রাত হলেই আলো ছড়ায়। সেই আলোয় আস্ত পাহাড় আলোকিত হয়ে উঠছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতির নাম বায়ো লুমিনিসেন্ট মাশরুম। দিনের বেলায় আর পাঁচটা সাধারণ প্রজাতির মাশরুমের মতোই দেখায় এগুলিকে। কিন্তু রাত হলেই চারপাশে নীল ও হালকা বেগুনি রঙের আলো ছড়ায়।
গোয়ায় মাডেই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি-তে এই বিশেষ প্রজাতির মাশরুম দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এই প্রজাতির মাশরুমের বিজ্ঞানসম্মত নাম মাইসিনা জিনস। রাতের দিকে তাপমাত্রা ২১ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস-এর মধ্যে থাকলে এই মাশরুম জন্মায়।
মাডেই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি-তে এই প্রজাতির মাশরুম ব্যাপক হারে জন্মাচ্ছে। রাতের বেলা এই এলাকা আলোয় ভরে উঠছে। স্থানীয় বাসিন্দারা মাশরুম থেকে আলো ছড়ানোর ঘটনা দেখে বিশেষজ্ঞদের জানিয়েছিলেন।