Bipasha-Karan: পাহাড়ের কোলে কোথায় ছুটি কাটাচ্ছেন বিপাশা-করণ?
নিজস্ব প্রতিবেদন: ছুটি কাটাতে পাহাড়ে পাড়ি দিয়েছেন করণ সিং গ্রোভার ও বিপাশা বসু।
তবে তাঁরা একা নন, সঙ্গে রয়েছেন তাঁদের দুই বন্ধুও।
বিটাউনের এই লাভ বার্ডস মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে যান। তবে এবার শুধু ছুটি নয়, জম্মু থেকে তাঁরা গিয়েছেন বৈষ্ণোদেবী দর্শনে।
সোশ্যাল মিডিয়ায় বৈষ্ণোদেবী দর্শনে যাওয়ার ছবি পোস্ট করেছেন বিপাশা।
মাতারানির দর্শনেও নজরকাড়া এই ফ্যাশনেবল কাপল। করণ বেছে নিয়েছেন আর্মি প্রিন্টের জ্যাকেট অন্যদিকে পিঙ্ক সোয়েটার আর স্টাইলিশ সানগ্লাসে নজর কেড়েছেন বিপাশা।
পুরো জার্নির ছবি শেয়ার করে জম্মু পুলিস ও বৈষ্ণোদেবী মন্দিরের কতৃর্পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বিপাশা।