প্রায় ৭০ বছর ধরে চেষ্টা চলছিল, এবার বাজারে আসতে পারে পুরুষদের গর্ভনিরোধক Pill

Tue, 12 Jan 2021-7:52 pm,

বাজারে স্রেফ মহিলাদের জন্যই গর্ভনিরোধক ওষুধ (Birth Control Pills) পাওয়া যায়। পুরুষদের জন্য এই ধরণের কোনও ওষুধ এখনও পাওয়া যায় না।

 

তবে এবার পুরুষদের Birth Control Pills বাজারে আসতে পারে। গবেষকরা বলছেন, এই ওষুধ কার্যকরী হবে।

 

নতুন এই ওষুধ রোজ একটি করে সেবন করলেই কাজে দেবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। 

ঠিক যেভাবে মহিলারা Birth Control Pills সেবন করেন, সেভাবেই এই ওষুধ নিতে পারবেন পুরুষরা।

লস এঞ্জেলস বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষকরা এই ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি করছেন।  

ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এই ওষুধ তৈরিতে সহায়তা করেছে বলে জানা গিয়েছে।

এই ওষুধের নাম হবে dimethandrolone undecanoate (DMAU). গর্ভধারণের জন্য আবশ্যিক স্পার্ম উত্পাদন রোধ করবে এই পিল। 

১৯৫০ সাল থেকে এই জাতীয় পিল তৈরির চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। তবে কবে নাগাদ এই পিল বাজারে আসবে তা নিয়ে এখনই কিছু জানাননি গবেষকরা। পিল সেবনের পর পার্শ্বপ্রতিক্রিয়ার দিকগুলি খতিয়ে দেখছেন তাঁরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link