`রানি`র জন্মদিন সেলিব্রেশনের এই ছবিগুলি দেখেছেন?
'রানী রাসমণি' এই নামেই এখন সকলে চেনেন দ্বিতিপ্রিয়া রায়কে। সে-ই এখন সকলের প্রিয় রানী।
এই মুহূর্তে পর্দায় 'রানী রাসমণি' দ্বিতিপ্রিয়ার বয়সটা অনেকটাই বেড়ে গিয়েছে ঠিকই, তবে বাস্তবে দ্বিতিপ্রিয়া এখন সবেমাত্র ষোড়শী। ১০ অগস্ট, শুক্রবার নিজের ১৬ বছরের জন্মদিন সেলিব্রেট করল দ্বিতিপ্রিয়া।
দ্বিতিপ্রিয়ার জন্মদিনে বৃহস্পতিবার রাত ১২ টা থেকেই তাঁর বাড়িতে জন্মদিনের বিশেষ 'সেলিব্রেশন' হয়।
দ্বিতিপ্রিয়ার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ ছবি পোস্ট করেন 'মা' খ্যাত অভিনেত্রী শ্রীতমা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল সাইটেও অনেকেই তাঁদের প্রিয় 'রানী' দ্বিতিপ্রিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জন্মদিনের উপহারে ভরে ওঠে দ্বিতিপ্রিয়ার বাড়ি।
কেক কেটে নিজের জন্মদিন পরিবারের সকলের সঙ্গে সেলিব্রেট করেন 'রানী' দ্বিতিপ্রিয়া।
পরিবারের বিভিন্ন আত্মীয়, বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট করেন দ্বিতিপ্রিয়া।
আদরের দ্বিতিপ্রিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর বাড়িতে এদিন অনেকেই উপস্থিত ছিলেন।
লাল সাদা বেলুনে সাজিয়ে তোলা হয় দ্বিতিপ্রিয়ার বাড়ির ড্রয়িং রুম।
জন্মদিন সেলিব্রেট করলেও এদিনও 'রানী রাসমণি' ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন বছর ১৬র দ্বিতিপ্রিয়া।
'রানী রাসমণি' শ্যুটিং সেটেও দ্বিতিপ্রিয়াকে শুভেচ্ছা জানান অন্যান্য কলাকুশলীরা।
অন্যান্য দিনের মতোই এদিনও শ্যুটিং সেটে উপস্থিত ছিলেন দ্বিতিপ্রিয়া সর্বক্ষণের সঙ্গী মা।
জন্মদিনটাও ব্যস্ততার সঙ্গে কাটলেও এদিন কাজের মাঝেই সকলের সঙ্গে হাসি ঠাট্টা ও গল্পে মেতে ছিল দ্বিতিপ্রিয়া।
দ্বিতিপ্রিয়া এবছরই মাধ্যমিক পাস করেছেন।
মাধ্যমিকের পর ইতিমধ্যেই উচ্চমাধ্যমিকের পড়াশোনাও শুরু করে দিয়েছে দ্বিতিপ্রিয়া। শ্যুটিংয়ে পাশাপাশি চলছে পড়াশোনাও।