Birthday of Goat: নতুন জামা পরে, মাথায় বার্থডে ক্যাপ এঁটে, কেক `কাটল` পাঁঠা! `রাজা`র জন্মদিনে উল্লাস...

Soumitra Sen Fri, 03 Jan 2025-12:15 pm,

হুগলিতে। চুঁচুড়া বুনোকালিতলা বালিপুকুরধারে। (তথ্য ও ছবি: বিধান সরকার) 

বালিপুকুর ধারের বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন,গত বছর ২ জানুয়ারি  শীতের রাতে বলিপ্রদত্ত একটি পাঁঠা তাঁর বন্ধু বাবলু ওঁরাওয়ের বাড়িতে চলে আসে। (ছবি ও তথ্য: বিধান সরকার) 

বাবলু নিঃসন্তান। ওই পাঁঠাটিকে সে পোষ্য করে এবং তাকে একরকম সন্তানের মতোই বড় করছে। তার নাম রাখা হয় 'রাজা'। রাজার এক বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হল। (ছবি ও তথ্য: বিধান সরকার) 

বাবলুর বন্ধু সঞ্জীব ঘোষ, রতন পাশোয়ান-সহ অন্যান্যরা ঠিক করেন, অনেকেই তো কুকুর-বিড়াল পোষেন, তাঁদের পোষ্যের জন্মদিন পালন করেন। তাঁরা যদি বাবলুর পোষ্য-পাঁঠা রাজাকে পাওয়ার দিনটিকে তার জন্মদিন হিসেবে পালন করেন কেমন হয়? (ছবি ও তথ্য: বিধান সরকার)

যেমন ভাবা, তেমন কাজ। আয়োজন শুরু হয়। বেলুন, আলো দিয়ে সাজানো হয় ঘর। পাঁঠাকে নতুন পোশাক পরানো হয়। কেক কাটা হয়। নতুন বছরে একটু আনন্দ, একটু খাওয়া-দাওয়াও করা গেল। (ছবি ও তথ্য: বিধান সরকার) 

অনেকেই বলছেন, পয়সা থকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়! তবে এক্ষেত্রে তেমন ব্যাপার নয় হয়তো। আনন্দটাই সব। কেননা, বাবলুর বন্ধুরা সককেই প্রায় দিনমজুর। (ছবি ও তথ্য: বিধান সরকার) 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link