Sajal Ghosh | Assembly Byelection: বড় রোড শো নয়, বাড়ি বাড়ি ঘুরে প্রচারে জোড় সজল ঘোষের
অয়ন ঘোষাল: বড় রোড শো নয়। বাড়ি বাড়ি ঘুরে বেশি মানুষের কাছে পৌঁছানো। এই ভাবেই প্রচার বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষের।
এটা উপ নির্বাচন। মাত্র ২ বছরের জন্য সুযোগ দিন। যদি কাজ ভালো না লাগে, দু'বছর পর পাল্টে দেবেন।
এভাবেই টবিন রোডের আবাসনে মোট ১৫ টি বিল্ডিংয়ের প্রতিটি ফ্ল্যাটের দোরগোড়ায় পৌঁছে প্রচার সজল ঘোষের।
লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয়। লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কারণ ২০২১ এর বিধানসভার ভোটের আগে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, রাজ্যের ২৯৪ টি আসনে তিনিই মুখ, তিনিই প্রার্থী।
তাই লড়াই কোনও মুখোশের সঙ্গে নয়। মুখের সঙ্গে। লড়াই শেখ শাহাজাহান বা বালু মল্লিক বা পার্থ চ্যাটার্জির দুর্নীতির সঙ্গে।