``বিজেপি ১৫ বছর ধরে পাহাড়ের মানুষকে ঠকিয়েছে``, ভরা সভায় বললেন রোশন গিরি

Sun, 29 Nov 2020-4:28 pm,

কাইশ আনসারি : সাড়ে তিন বছর পর পাহাড়ে ফিরেছেন রোশন গিরি। আর ফিরেই তিনি জানিয়েছিলেন, তাঁরা বিনয় তামাং, অনিত থাপাদের সঙ্গে নেই। তবে তৃণমূলের উপর তাদের পূর্ণ সমর্থন থাকবে। রোশন গিরি দাবি করেছিলেন, বিনয় তামাং, অনিত থাপারা পাহাড়ে বছরের পর বছর ধরে দুর্নীতি ও স্বজনপোষণ করেছেন।

 

৬ ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভা করতে পারেন বিমল গুরুং। পাহাড়ে ফিরেই জানিয়েছিলেন রোশন। এদিন তিনি কার্শিয়াংয়ে সভা করেন। সেই সভায় ব্যাপক জমায়েত হয়েছিল। ভরা জনসভা থেকে রোশন গিরি জানান, তাঁদের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে।

এদিন রোশন গিরি বলেন, ১৫ বছর ধরে বিজেপি পাহাড়ের মানুষকে ঠকিয়েছে। কথা দিয়ে কথা রাখেনি। আমরা আর ওদের সঙ্গে নেই। আমরা তৃণমূলকে সমর্থন করব। অর্থাত্, পাহাড়ের মানুষও ২০২১ নির্বাচনে তৃণমূলকে সমর্থন দেবে।

 

রোশন গিরি আরও বলেন, ২০২৪-এর নির্বাচনে যে দল আমাদের গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করবে তাদেরই আমরা সমর্থন করব। এদিন তাঁর কথায় সমর্থন জুগিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা।

সভা শেষে অনেকটা উৎসবের মেজাজে পাহাড়। সেই পুরনো ছন্দে নাচে-গানে মেতে উঠলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিমলপন্থী সমর্থকরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link