India to USA: অবিশ্বাস্য! মোদীকে নিরন্তর আক্রমণ করে বিজেপি-সরকার ফেলে দিতে চাইছে আমেরিকা? কেন?

Soumitra Sen Sat, 07 Dec 2024-4:48 pm,

বিজেপির মুখপাত্র এই অভিযোগ করেছেন যে, ভারতকে আক্রমণ করার একটা পরিষ্কার অ্যাজেন্ডা নিয়ে চলছে মার্কিন সরকার।

তবে শুধু মার্কিন দেশকেই নয়, এই সূত্রে বিজেপি রাহুল গান্ধীকেও বিঁধেছে। 'ওসিসিআরপি' বা 'অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টে' জড়িত থাকার অপরাধে বিজেপি তীব্র সমালোচনা করেছে রাহুল গান্ধীর। 

তবে কংগ্রেসও সহ্য করেনি বিজেপির এই সমালোচনা। শশী থারুর বিজেপির এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন।  

ভারতের অভিযোগ, 'ডিপ স্টেটে'র মুখ্য উদ্দেশ্যই হল, ভারতকে ডিস্টেবিলাইজ করা, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে চলা!

আর এই কাজে তারা ফান্ডিং পাচ্ছে বেশ কিছু সংস্থার তরফে। 

ভারত এই বড় ধরনের অভিযোগ তুললেও এখনও পর্যন্ত মার্কিন সরকার ভারতকে কোনও জবাব দেয়নি। ভবিষ্যতেও দেয় কি না, দেখতে হবে। কে দেবে, সেটাও একটা বড় প্রশ্ন। জো বাইডেন, না কি ডোনাল্ড ট্রাম্প?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link