খড়দহকাণ্ডের প্রতিবাদে BJP; টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পথ অবরোধ কেষ্টপুরে

Thu, 24 Dec 2020-1:33 pm,

গতকাল খড়দহে বিজেপি কর্মীদের ওপর পুলিসের লাঠিচার্জের প্রতিবাদে কেষ্টপুর ভিআইপি রোডের পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। ইতিমধ্যেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নাকাল নিত্যযাত্রী। পুলিস যানজট কাটানোর উদ্যোগ নিচ্ছে। 

 

টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীকে মিথ্যা অভিযোগে পুলিস গ্রেফতার করে এরই প্রতিবাদ তাদের কর্মীরা খড়দহ থানা ও বিটি রোড অবরোধ করলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে। 

 

তাতে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হন। এরই প্রতিবাদে তাদের এই কর্মসূচি। আজ বেলা বারোটা থেকে আধ ঘণ্টা ধরে ভিআইপি রোড অবরোধ বিজেপি। 

 

ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিস পৌঁছয়। পরে পুলিসি আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি। আগামী দিনে থানা ঘেরাও-এর ডাক দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে খবর খরদহের ঘটনার প্রতিবাদে হস্তক্ষেপ চেয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হবেন। 'পুলিস নিরব দর্শক। মানুষ পুলিসের হাতে অত্যাচারিত হচ্ছে। এই পরিস্থিতিতে লড়াই ছাড়া কোনও রাস্তা নেই।' খড়দহের ঘটনায় এদিন এমনটাই মন্তব্য করেছেন অর্জুন সিং।  

গতকাল বেআইনি অস্ত্র-সহ ধৃত নেতার মুক্তির দাবিতে দফায় দফায় বিটি রোড অবরোধ করেন বিজেপি (BJP) কর্মীরা। থানায় ঢুকে চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিস। সবমিলিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার খড়দহ (Khardaha)। এরপরই পুলিসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ তাঁদের মহিলাকর্মীকে মারধর করা হয়েছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link