২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছি, শহরে পা দিয়েই ঘোষণা বিজেপির IT সেল প্রধানের

Mon, 16 Nov 2020-7:29 pm,

বিহার বিধানসভা নির্বাচন শেষে এবার বাংলার ওপরেই সব নজর বিজেপির। একুশের নির্বাচনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার কলকাতায় বৈঠকে বসছেন রাজ্য-সহ সর্বভারতীয় বিজেপি নেতার। ওই বৈঠকে যোগ দিতে কলকাতায় এলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য।

অমিত মালব্য বাংলায় বিজেপির অবজার্ভারও। সোমবার তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান জয়প্রকাশ মজুমদার সহ বিজেপি মহিলা সেলের কর্মীরা।

এদিন, বিমানবন্দরে অমিত মালব্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। বাংলার মানুষ তা ঠিক করে ফেলেছে।

মালব্য আরও বলেন, একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ২০০ বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।

 

উল্লেখ্য, একুশের নির্বাচনের কথা মাথায় রেখে মঙ্গলবার বিজেপির যে বৈঠক হচ্ছে সেখানে উপস্থিত থাকবেন কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ-সহ রাজ্যের নেতারা। রাজ্যে কোন কোন বুথে কমিটি হয়নি, তা নিয়েও বৈঠকে কথা হবে। এখানেই শেষ নয়, রাজ্য বিজেপির মিডিয়া এবং আই সেলেও বেশ কিছু বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। মুকুল রায় , দিলীপ ঘোষের একসঙ্গে কাজের উপর জোর দেওয়া হবে।

Grateful for this warm and rapturous welcome on my first visit to West Bengal after being appointed the co-incharge. I am sure together we will re-establish the glory of WB. It can happen only if Pishi’s government steeped in corruption, appeasement and lawlessness is routed... pic.twitter.com/gTKiw6P2Em

— Amit Malviya (@amitmalviya) November 16, 2020

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link