কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ অর্জুন সিং আপাতত স্থিতিশীল
![1](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/01/206742-1.jpg?im=FitAndFill=(500,286))
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কাঁকিনাড়া, ভাটপাড়া, জগদ্দল। সংঘর্ষের জেরে মাথা ফেটে গিয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। ইটের ঘায়ে মাথা ফাটে বিজেপি সাংসদের।
![2](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/01/206741-2.jpg?im=FitAndFill=(500,286))
জখম অর্জুন সিংকে চিকিৎসার জন্য কলকাতায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথায় ৭টি সেলাই পড়েছে।
![3](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/01/206740-kb.jpg?im=FitAndFill=(500,286))
অর্জুন সিংকে দেখতে আসেন কৈলাস বিজয়বর্গীয়।
তাঁকে দেখতে আসেন মুকুল রায়ও।
অর্জুন সিংকে হাসপাতালে দেখতে আসেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।