`বাংলায় ভাইপোর সংবিধান চলছে`, রেড রোডের সভা থেকে তৃণমূলকে আক্রমণ কৈলাসের
নিজস্ব প্রতিবেদন: 'বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মেনে দেশ চলে। পশ্চিম বাংলায় ভাইপোর সংবিধান চলছে। বাংলায় কয়লা চোর কে, মানুষ সবই জানেন।' কলকাতায় রেড রোডের জনসভা থেকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে তাঁর প্রশ্ন, 'কৃষকদের আন্দোলনকে সমর্থন করছেন। কিন্তু এ রাজ্যে কৃষকদের জন্য কিছু করতে গেলেই আপত্তি করেন কেন?'
কৃষকদের আন্দোলন নিয়ে যখন তোলপাড় চলছে গোটা দেশে, তখন এ রাজ্যে তপশিলিদের উপর অত্য়াচারের প্রতিবাদে পথে নামল বিজেপি। রবিবার রেড রোডে পালিত হল 'কলকাতা চলো' কর্মসূচি।
জনসভায় বক্তব্য রাখলেন কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, মুকুল রায়ের মতো দলের প্রথমসারির নেতারা।
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, 'বাংলার বিরোধীদের কোনও সম্মান নেই, দমনের চেষ্টা চলছে। বাংলা-কে বাঁচানোর জন্য প্রাণ দিচ্ছেন বিজেপি নেতা-কর্মীরা। যাঁরা পরিবারের সদস্যদের হারিয়েছেন, তাঁদের অভিশাপ পড়েছে। মমতা, আপনি দমানোর চেষ্টা করলেও পারবেন না।'
নাগরিকত্ব ইস্যুতেও এদিন তৃণমূলকে আক্রমণ করেন কৈলাস। বলেন, 'দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহিরাগত? পুরোটাই তৃণমূলের ভোটের রাজনীতি। জানুয়ারি-ফ্রেরুয়ারি থেকে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। বিজেপি-তে আসার পর মুকুল রায়ের বিরুদ্ধে ৪৫ টি মামলা দায়ের করা হয়েছে।'