অমিতের `গোপন কথা` হাটেবাজারে করলেন BJP MP সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা
নিজস্ব প্রতিবেদন: দলের কর্মিসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। বিধানসভা ভোটে দলের লক্ষ্য বাতলে দিচ্ছেন। এমন গোপনীয় সভাই চলে এল জনসমক্ষে। তা করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল।
বাঁকুড়ার রবীন্দ্র ভবনে দলীয় নেতা-কর্মীদের আগামীর পথ নির্দেশিকা দিচ্ছিলেন অমিত শাহ। এই ধরনের সভায় গোপনীয়তা ধরে রাখাই দস্তুর। তা ভাঙলেন সুজাতা খাঁ।
অমিত যখন বলছেন, তখন ফেসবুকে লাইভ করছেন সুজাতা। সঙ্গে সঙ্গে তা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
খবর পৌঁছয় দিল্লিতে। তখন গোপন বৈঠক আর গোপন নেই। তা হাটেবাজারে। তখনই নির্দেশ যায় সুজাতার কাছে। লাইভ বন্ধ করে ভিডিয়োটি ডিলিট করেন সাংসদ-জায়া।
এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সুজাতা। কখনও লকডাউনের সময় বিমানে ফেরার ছবি দিয়ে, কখনও আবার লক্ষ্মী-কালী সেজে ধর্মীয় ভাবনায় আঘাতের অভিযোগ। ফেসবুক লাইভে একাধিকবার বিতর্কিত মন্তব্য করতেও শোনা গিয়েছে সুজাতাকে। তার জেরে বিড়ম্বনায় পড়েছে বিজেপিও।