লক্ষ্য ২০২১, উন্নয়ন-তহবিল থেকে টাকা খরচের নির্দেশ বাংলার সাংসদদের
অঞ্জন রায়: আর বছর দেড়েকও বাকি নেই। ২০২১ সালে রাজ্যে বিধানসভার নির্বাচন। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ১৮টি আসনপ্রাপ্তির পর ক্ষমতা দখলের গন্ধ পেয়েছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যে দলের সাংসদদের তত্পর হতে নির্দেশ দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব।
বুধবার দিল্লিতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশরা। সেখানে ছিলেন মুকুল রায়ও। আর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেও সাংসদও।
বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সাংসদ তহবিলের বরাদ্দ অর্থ খরচ করতে হবে সংশ্লিষ্ট এলাকায়। নিজের নিজের কেন্দ্রে উন্নয়নে নজর দিতে নতুন সাংসদদের। তাতে জনমানসে ভালো ভাবমূর্তি তৈরি হবে।
এর পাশাপাশি এনআরসি নিয়েও প্রচারে নামতে হবে সাংসদদের। তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে বলে মত শীর্ষ নেতাদের। তার পাল্টা মানুষকে সচেতন করতে হবে সাংসদদের।
লোকসভা ভোটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে প্রত্যাবর্তনের দিন অমিত শাহ দিল্লিতে ঘোষণা করেছিলেন, এবার পশ্চিমবঙ্গ। আর সে কারণে শুধু প্রচারে নয়, বরং উন্নয়নের কাজেও যে বিজেপি আলাদা, সেটাই তুলে ধরতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।