ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতে ৯৬ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দিতায় জিতল বিজেপি

Sat, 15 Sep 2018-11:30 pm,

ত্রিপুরায় ফের বড় জয় পেল বিজেপি। গ্রাম পঞ্চায়েত উপনির্বাচনে ৯৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতল সেরাজ্যের শাসকদল। এছাড়া জেলা পরিষদে ১০০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে বিজেপি। ১৮টি আসনের ১৮টিই দখল করেছে তারা। গ্রাম পঞ্চায়েতের ৩,৩৮৬টি আসনের মধ্যে ৩,২০৭টি আসনেই বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে গেরুয়া শিবির। আগামী ৩০ সেপ্টেম্বর ত্রিপুরায় পঞ্চায়েত উপনির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা। 

পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরাতেও ফের মনোনয়ন পেশের দাবি তুলে সরব হয়েছে বিরোধী বাম, কংগ্রেস ও আপিএফটি। তাদের দাবি, সন্ত্রাসের জেরে মনোয়ন পেশ করতে পারেনি বিরোধীরা। সোমবার ও মঙ্গলবার ছিল মনোয়ন পেশের দিন। অভিযোগ, ওই দু'দিন ৩৫টি ব্লকে বিরোধী প্রার্থীদের মনোয়ন পেশে বাধা দিয়েছে বিজেপি কর্মীরা। সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। 

ত্রিপুরায় বাম বিদায়ের পর বেশ কয়েকটি জায়গায় ইস্তফা দেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। সদস্যদের মৃত্যুতে কিছু আসন খালি হয়েছিল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, '৩,০৭৫টি গ্রাম পঞ্চায়েত আসন, ১৫৪টি পঞ্চায়েত সমিতি ও ১৮টি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে বিজেপি। শুধুমাত্র ১৩২টি গ্রাম পঞ্চায়েত আসন ও পঞ্চায়েত সমিতির ৭টি আসনে ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে।'

পুলিসের তথ্য বলছে, সোম ও মঙ্গলবার মনোনয়ন পেশ নিয়ে সেরাজ্যে অন্তত ১২টি জায়গায় সংঘর্ষ হয়। যার জেরে দু'পক্ষের ২৫ জন সমর্থক ছাড়াও ১০ জন পুলিসকর্মী আহত হয়েছেন।

বিরোধীদের অভিযোগ উড়িয়ে ত্রিপুরা বিজেপির মুখপাত্র মৃণালকান্তি দেব বলেন, 'পঞ্চায়েত উপনির্বাচনে প্রার্থী খুঁজে পায়নি বাম ও কংগ্রেস। বিজেপি ক্ষমতায় আসার পর তাদের হয়ে ভোটে লড়তে রাজি হচ্ছেন না কেউ।'

ওদিকে সিপিএম নেতা গৌতম দাসের দাবি, 'ত্রিপুরায় নির্বাচনের পরিবেশ নেই। রাজ্যের ৩৫টি ব্লকের মধ্যে ২৮টি ব্লকে বিরোধীদের মনোনয়ন পেশ করতে দেয়নি বিজেপি।' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link