অমিত শাহের আরোগ্য কামনায় বিজেপির বিশেষ যজ্ঞ আহিরীটোলা ঘাটে
বিজেপি সভাপতি অমিত শাহ যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনায় বিশেষ হোম-যজ্ঞ করল বিজেপি।
উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে নারায়ণ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আহিরীটোলা ঘাটে এই যজ্ঞের আয়োজন করা হয়।
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বর্তমানে এইমস-এ চিকিত্সাধীন বিজেপি সভাপতি।
এদিকে, ২২ জানুয়ারি মালদায় প্রথম জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। অমিত শাহ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে জনসভায় যোগ দেন, যজ্ঞে সেই প্রার্থনা করা হয়।
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সাফল্য কামনা করা হয় যজ্ঞে।
যজ্ঞের পর বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ছবিতে পরানো হয় তিলক।