সল্টলেকে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, কল্যাণী থেকে যাদবপুর বিক্ষোভ রাজ্যজুড়ে
"বর্তমান সরকার কানে তুলো গুঁজে আছেন। প্রতিদিন কেন বিজেপি কর্মীকে কেন খুন হয়েছে মুখ্যমন্ত্রী জবাব দিচ্ছেন না। সাধারণ মানুষ জানতে চাইছে বিরোধী রাজনীতি কি অপরাধ। আমরা বিচার চাই" যাদবপুরে থানা ঘেরাও কর্মসূচিতে এসে মন্তব্য বিজেপি সম্পাদিকা শর্বরী মুখোপাধ্যায়ের।
নদীয়া জেলায় বিজেপি কার্যকর্তার হত্যার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। নেতৃত্বে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তারা থানার গেটের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে।
বিজেপির ডাকে আজ কল্যাণীতে বারো ঘণ্টার বন্ধ চলছে। পাশাপাশি রাজ্যজুড়ে জারি থানা ঘেরাও কর্মসূচি।
সেই মতো আজ সল্টলেকের বিধান চন্দ্র রায়ের মূর্তির সামনে থেকে মিছিল করে বিধান নগর উত্তর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন জয়প্রকাশ মজুমদার।
নদীয়া জেলায় বিজেপি কার্যকর্তার হত্যার প্রতিবাদে আজ কলকাতা উত্তর শহরতলী জেলার বেহালা থানা, হরিদেবপুর থানা, ঠাকুরপুকুর থানা বিক্ষোভ প্রদর্শন করবেন বিজেপি সমর্থকরা। ঠাকুরপুকুর থানা সামনে বিক্ষোভ শুরু হবে বিকেল চারটে থেকে