অমিত শাহ-র নিরাপত্তায় এবার এএসএল ব্যবস্থা
নিরাপত্তা ব্যবস্থা আরও একধাপ কড়া হচ্ছে অমিত শাহর। বর্তমানে বিজেপি সভাপতি পেয়ে থাকেন জেড প্লাস নিরাপত্তা। এর সঙ্গে যোগ হচ্ছে অ্যাডভান্স সিকিউরিটি লিঞাজঁ ব্যবস্থা। আইবি-র সুপারিশেই এএসএল সিকিউরিটি দেওয়া হচ্ছে বিজেপি সভাপতিকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, অমিত শাহ যেখানেই যাবেন সেখানেই আগেভাগে চলে যাবে ওই এএসএল টিম।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই এএসএল নিরাপত্তা পেয়ে থাকেন। দেশের এইসব ভিভিআইপিদের যে কোনও প্রোগ্রামের ২ সপ্তাহ আগেই সেখানে চলে যান এএসএল টিমের সদস্যরা।
বর্তমানে অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। এছাড়া তাঁকে ঘিরে থাক ৩০ জনের একটি কামান্ডো টিম। থাকে রাজ্য পুলিসের নিরাপত্তা।
দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তায় এসপিজি, জেড প্লাস, জেড, ওয়াই ও এক্স ক্যাটিগেরি নিরাপত্তা দেওয়া হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঠিক করে কাকে কোন পর্যায়ের নিরাপত্তা দেওয়া হবে। অমিত শাহের ক্ষেত্রে কেন্দ্রীয় আইবি অতিরিক্ত এএসএল নিরাপত্তার ব্যবস্থা করছে।
গত বছর গুজরাট বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহকে এএসএল নিরাপত্তার আওতায় আনা হয়।