আসল নাম রাউল ভিঞ্চি, ব্রিটিশ নাগরিক রাহুল? অমেঠিতে মনোনয়নপত্র পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় না ব্রিটিশ? রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল বিজেপি। কংগ্রেস সভাপতির দাখিল করা মনোনয়নপত্রের স্ক্রুটিনি ২২ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়ার নির্দেশ দিলেন অমেঠির রিটানিং অফিসার।
রাহুল গান্ধী মনোনয়নপত্রে অসামঞ্জস্যের অভিযোগ তুলে মামলা দায়ের করেন নির্দল প্রার্থী ধ্রুব লাল। তাঁর আইনজীবী রবি প্রকাশের দাবি, তিনটি বিষয়ে গণ্ডগোল রয়েছে। ব্রিটেনের একটি সংস্থার নথিতে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন রাহুল গান্ধী। জনপ্রতিনিধিত্ব আইনে স্পষ্ট বলা হয়েছে, বিদেশি নাগরিক নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
প্রকাশ প্রশ্ন তুলেছিলেন, কীসের ভিত্তিতে ব্রিটিশ নাগরিক হলেন রাহুল গান্ধী? তারপর আবার ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেলেন! বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত মনোনয়নপত্রের স্ক্রুটিনি স্থগিত রাখার আবেদন করেছিলাম।
তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন রবি। তাঁ কথায়, ''তাঁর শিক্ষাগত যোগ্যতা নথির সঙ্গে মিলছে না। কলেজে রাউল ভিঞ্চি নাম ব্যবহার করেছিলেন। রাহুল গান্ধীর নামে কোনও নথি নেই''। রাহুল গান্ধী ও রাউল ভিঞ্চি কি একই ব্যক্তি? এমনটা না হলে শিক্ষাগত যোগ্যতার সপক্ষে বৈধ শংসাপত্র দাখিল করুন কংগ্রেস সভাপতি।
অতিসম্প্রতি জি মিডিয়ার ডিএনএ সম্মেলনে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছিলেন, রাহুলের চারটি পাসর্পোট রয়েছে। তার মধ্যে একটিতে ওনার নাম রাউল ভিঞ্চি। রাউল ভিঞ্চি নামে এমফিলে অকৃতকার্য হয়েছিলেন কংগ্রেস সভাপতি। রাউল ভিঞ্চির শংসাপত্রও টুইট করেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর কথায়,''বুদ্ধুর নাগরিকত্ব বাতিল হতে চলেছে। ব্রিটিশ নাগরিকত্ব আর অস্বীকার করতে পারবেন না। ২৩ মে বিজেপি সরকার আসছে''।
বিজেপি মুখপাত্র জেভিএলএন রাও বলেন, নির্দল প্রার্থী যে প্রশ্ন তুলেছেন, তার জবাব দিতে পারেননি রাহুলের প্রতিনিধি। ওরা সময় চেয়েছে। রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব এখনও দিতে পারেনি। রাহুল গান্ধী কি ব্রিটিশ নাগরিক?