মহারাষ্ট্রের ধুলে পুরভোটে ধুলো থেকে ক্ষমতায় বিজেপি

Tue, 11 Dec 2018-9:18 am,

মহারাষ্ট্রের ধুলে পুরসভার নির্বাচনে অনায়াসে জয় পেল বিজেপি। তবে আর একটি পুরসভা অহমেদনগরে জনাদেশ ত্রিশঙ্কু। ওই পুরসভায় কোনওদলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 

ধুলে পুরসভায় বিজেপির জয় চমকে দিয়ে রাজনৈতিক পণ্ডিতদের। ওই পুরসভায় ২০১৩ সালের নির্বাচন মাত্র ৯টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু এবার খেলা ঘুরিয়ে দিয়েছে গেরুয়া শিবির। 

 

ধুলে পুরসভার ক্ষমতায় ছিল এনসিপি। সেই ধুলেতে ৭৪টি আসনের মধ্যে ৫০টি জিতেছে বিজেপি। কংগ্রেস-এনসিপির জোট পেয়েছে ১৪টি আসন। বাকি আসনগুলি পেয়েছে শিবসেনা, সপা ও এআইএমআইএম। 

ধুলে পুরভোটের আগে বিজেপি বিধায়ক অনিল গোটে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এমনকি নিজের একটি স্থানীয় সংগঠন থেকে বিজেপির বিরুদ্ধেই প্রার্থী দিয়েছিলেন। তবে ৭৪টি আসনের মধ্যে তাঁর প্রার্থী ১টি আসনেই এগিয়েছিল।   

অহমেদনগর পুরসভায় আবার বিজেপি-শিবসেনা আলাদা লড়াই করলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি এনসিপি-কংগ্রেস জোট। পুরসভার ৬৮টি আসনের মধ্যে ২৪টি পেয়েছে শিবসেনা। বিজেপির দখলে ১৪টি। অন্যদিকে এনসিপি পেয়েছে ১৮টি। শিবসেনা-বিজেপি জোট হলে এই পুরসভাটিও যেতে চলেছে এনডিএ-র হাতে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link