চালক বাবুলের জিপের ধাক্কায় পা ভাঙল বিজেপি কর্মীর
আসানসোলের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র প্রচারে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক বিজেপি কর্মী।
এদিন প্রচারে বেরিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। বার্নপুরের নরসিংহ বাঁধের কাছে ফুলচাঁদ যাদব নামে এক বিজেপিকে কর্মীকে তিনি ধাক্কা দেন।
ধাক্কায় ফুলচাঁদ মাটিতে পড়ে যান। তাঁর ডান পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। তাতেই তাঁর পা ভেঙে যায়।
সঙ্গে সঙ্গে বাবুল নিজেই গাড়িতে করে ওই কর্মীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ফুলচাঁদকে আসানসোলের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।
পরে বাবুল সুপ্রিয় একটি বিবৃতি দিয়ে জানান, তিনি ওই কর্মীর চিকিত্সার জন্য সবরকম ব্যবস্থা করছেন। এই ঘটনার জন্য তিনিই দায়ী। এর জন্য তিনি কোনও অজুহাত দিতে চান না।
এই ঘটনায় তিনি মর্মাহত বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়। তাঁর বক্তব্য, গাড়ি চালকের বিরুদ্ধে পুলিস চাইলে যেকোনও ব্যবস্থা নিতে পারে।
এদিনের প্রচারে বাবুল সুপ্রিয়র সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী, কন্যা, বাবা ও মা।