Drug Case: `রাকেশের সঙ্গে রাজনীতি করতে আপত্তি নেই`, জেল থেকে ছাড়া পেয়ে বললেন Pamela
নিজস্ব প্রতিবেদন : প্রায় ১০ মাস পর জেল থেকে ছাড়া পেলেন পামেলা গোস্বামী। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মাদককাণ্ডে নিউ আলিপুর থেকে গ্রেফতার হন বিজেপি যুব মোর্চার মহিলা নেত্রী পামেলা গোস্বামী।
এদিন জেল থেকে ছাড়া পেয়ে তিনি সাফ জানালেন, ফের রাজনীতিতেই ফিরতে চান। বিজেপির হয়েই তিনি রাজনীতি করে যেতে চান।
পাশাপাশি তিনি আরও জানান, রাকেশ সিংয়ের সঙ্গে তাঁর এখন কোনও ব্যক্তিগত আক্রোশ নেই। আগামীদিনে তাঁর সঙ্গে যৌথভাবে রাজনৈতিক কর্মসূচিতে যেতেও কোনও আপত্তি নেই পামেলার।
অন্যদিকে, তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে যাঁর বিরুদ্ধে বার বার অভিযোগ করেছিলেন পামেলা, সেই নিউ আলিপুর থানার প্রাক্তন ওসি সম্বন্ধে তিনি বলেন, সত্যের জয় হয়েছে। যিনি আসল চক্রী, তাঁকে তাঁর দফতর বদলি করে দিয়েছে।
প্রসঙ্গত, মাদক রাখার অভিযোগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুরে একটি গাড়ি থেকে পামেলা গোস্বামীকে গ্রেফতার করে নিউ আলিপুর থানা। পরে ঘটনার তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগ।
আদালতের নির্দেশে জেল হয় পামেলার। যদিও চার্জশিটে পরে নাম ছিল না পামেলার।
ঘটনার ২৯০ দিন পার হয়ে গেলেও চার্জশিটে নাম না থাকায়, ৭ ডিসেম্বর হাইকোর্ট পামেলা গোস্বামীকে মুক্ত করার নির্দেশ দেয়। এরপরই শনিবার জেল থেকে মুক্ত হন পামেলা গোস্বামী।