বোলপুরে হাজির অনুপম হাজরা, নাচ-গানে সারলেন জনসংযোগ
আগামী সপ্তাহে বোলপুরে আসছেন দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। তার আগে বিজেপির সর্বভারতীয় সম্পাদক ডঃ অনুপম হাজরা পৌঁছলেন বোলপুরে।
শান্তিনিকেতনের সংস্কৃতিকে মাথায় রেখে, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হবে বাউল এবং সাঁওতালি নৃত্যের মাধ্যমে।
প্রস্তুতি হিসেবে, আজ বাউলের সুরে-সুরে এবং সাঁওতালি নৃত্যের তালে-তালে জনসংযোগ সারলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক ডঃ অনুপম হাজরা।
অনুব্রত মণ্ডলের গড়ে নাচ-গানে মেতে উঠলেন অনুপম হাজরা। জনসংযোগও চলল তারই মাঝে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে সেজে উঠেছে শান্তিনিকেতন।