হাথরসকাণ্ডের মাঝেই TMC-র সঙ্গে লড়াইয়ে মহিলাদের ক্যারাটে শেখাচ্ছে BJP
নিজস্ব প্রতিবেদন: হাথরসকাণ্ডে নারীসুরক্ষায় বিজেপির ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এমন সময়েই মহিলাদের আত্মরক্ষায় 'উমা' কর্মসূচির সূচনা করল পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চা।
গান্ধী জন্মজয়ন্তীতে শুরু হল 'উমা'র পথ চলা। জেলায় জেলায় 'উমা' কর্মসূচিতে মহিলাদের শেখানো হবে আত্মরক্ষার কৌশল। পেশাদার প্রশিক্ষকরা শেখাবেন ক্যারাটে।
কোভিডে আক্রান্ত অগ্নিমিত্রা পল। হাসপাতাল থেকে ভার্চুয়ালে ভাষণ দেন তিনি।
মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অমৃতা বন্দ্যোপাধ্যায় বলেন,''রাজ্যে মহিলাদের উপরে অত্যাচার চলছে। তৃণমূলের রাজত্বে মহিলারা সুরক্ষিত নন। তাই মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখানো হবে। তাঁরাই প্রতিরোধ গড়ে তুলবেন।''
বলে রাখি, রাজ্য বিজেপির মহিলা মোর্চার ক্ষেত্রে বিষয়টি নতুন হলেও গেরুয়া শিবিরের নয়। বজরং দলের প্রমীলা শাখা দুর্গাবাহিনীতে মহিলাদের অস্ত্র থেকে লাঠি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।