বাংলা থেকে ঘুরে যাওয়ার পর কোভিড আক্রান্ত JP Nadda
নিজস্ব প্রতিবেদন: কোভিড আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে টুইট করে নিজেই জানিয়েছেন।
জেপি নাড্ডা এ দিন টুইটারে লিখেছেন,'করোনার প্রাথমিক লক্ষণ দেখায় দেওয়ায় পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। ডাক্তারদের পরামর্শ নিভৃতবাসের সব নিয়ম মেনে চলছি।'
এর পাশাপাশি গত কয়েকদিন তাঁর সংস্পর্শে আসা সবাইকে পরীক্ষা করানোর আবেদন করেছেন নাড্ডা। এদিন তাঁর দ্রুত আরোগ্যের কামনা করে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক'দিন আগেই বাংলায় এসেছিলেন জেপি নাড্ডা। বাংলা সফর শুরু করেছিলেন ভবানীপুরে 'আর নয় অন্য়ায়' কর্মসূচি দিয়ে। পরের দিন তাঁর গন্তব্য ছিল ডায়মন্ড হারবার। সেখানে যাওয়ার পথে হামলার মুখে পড়েছিল নাড্ডার কনভয়। বিজেপির অভিযোগ, হামলা করিয়েছে তৃণমূল। সেই অভিযোগ অস্বীকার করে শাসক দল।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জাতীয় সংবাদমাধ্যমে আসার জন্য গোটাটাই নাটক। পুলিসকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।