বেআইনি কাজ? Sonu Sood এর বিরুদ্ধে দায়ের অভিযোগ
লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যখন বাড়িতে ফেরাতে শুরু করেন, সেই সময় থেকেই খবরের শিরোনামে উঠে আসতে শুরু করেন সোনু সুদ। নিজে দায়িত্ব নিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে শুরু করেন সোনু। কখনও মুম্বই থেকে কর্নাটক কখনও উত্তরপ্রদেশ, ওড়িশা বা পশ্চিমবঙ্গ। প্রায় সব রাজ্যের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন সোনু সুদ। এমনকী, শীত পড়লে উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষরা যাতে সুস্থ থাকেন, তার ব্যবস্থাও করেন সোনু। এসবের পাশাপাশি ফের খবরের শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেতা। কেন দেখুন...
এবার সোনু সুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিএমসি। বিনা অনুমতিতে বসত বাড়ি থেকে হোটেল তৈরি করেন সোনু সুদ। এমন অভিযোগ করেই এবার বলিউড অভিনেতার বিরুদ্ধে সরব হল বিএমসি
জুহুতে শক্তি সাগর নামে একটি বসত বাড়িকে হোটেলে পরিণত করার কাজ শুরু করেন সোনু সুদ। বাড়ির পরিবর্তে হোটেল তৈরির কাজ শুরু করার জন্য উপযুক্ত নিয়ম মানেননি এবং সোনু কোনও অনুমতি নেননি বলে দায়ের করা হয় অভিযোগ
যদিও সোনু সুদ বিএমসির ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ওই বাড়িকে হোটেলে পরিণত করার জন্য তিনি মহারাস্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির অনুমতি নিয়েছেন নিয়ম মেনেই
সোনু আরও জানান,মহারাস্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির অনুমতি নিয়েছেন কিন্তু করোনা পরিস্থিতির জেরে এখনও সেই অনুমতি পত্র তাঁর হাতে এসে পৌঁছয়নি। এর মধ্যে কোনও গরমিল নেই। তিনি সব সময় নিয়ম মেনেই চলেন। আইনের বাইরে বেরিয়ে চিনি কোনও কাজ করেন না বলে স্পষ্ট জানান সোনু সুদ
অভিনেতার কথায়, কোভিড চলাকালীন ওই হোটেল করোনা যোদ্ধাদের জন্য তিনি খুলে দিয়েছিলেন। এখনও যদি তাঁর হাতে অনুমতি পত্র এসে না পৌঁছয়, তাহলে তিনি ফের ওই হোটেলকে বসত বাড়িতে পালটে দেবেন। বিএমসির তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে, তার বিরুদ্ধে তিনি বম্বে হাইকোর্টে আবেদন করবেন বলে স্পষ্ট জানান সোনু সুদ