Pujo Release 2024: ব্লকবাস্টার সপ্তমী! হাউজফুল `বহুরূপী`র ৭৫ শো! বাজিমাত দিল `টেক্কা`-`শাস্ত্রী`?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোয় মুক্তি পেয়েছে দেব ও সৃজিতের যুগলবন্দির বহু প্রতীক্ষিত ছবি টেক্কা। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সেই ছবি।
হলে হলে ঝুলছে হাউজফুল বোর্ড। হলমুখী হয়েছে দর্শক। হলে হলে পৌঁছে যাচ্ছেন দেব, স্বস্তিকা, সৃজিত, রুক্মিনী।
সপ্তমীতে কলকাতার প্রায় ৩৫ টি সিনেমা হলে হাউজফুল টেক্কা।
পিছিয়ে নেই বহুরূপীও। সমালোচক থেকে দর্শক সকলের মনই জয় করে নিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি।
অভিনয়ে বাজিমাত করেছেন শিবপ্রসাদ ও কৌশানী। সিনেমা হলেও তার প্রভাব তুমুল। সপ্তমীতে বহুরূপীর ৭৫ শো হাউজফুল।
ষষ্ঠীতে শুধু কলকাতাই নয়, হুগলীরও কয়েকটি হল পরিদর্শনে যান শিবপ্রসাদ-নন্দিতা জুটি।
বহুরূপী ও টেক্কার তুলনায় বেশ কিছুটা পিছিয়ে পড়েছে মিঠুনের শাস্ত্রী। প্রযোজক অভিনেতা সোহমের দাবি, তাঁর ছবি শো পায়নি ঠিকমতো।