`বকুলকথা`র বকুলই হচ্ছেন মহালয়ার `দুর্গা`
জি বাংলার 'বকুল কথা' ধারাবাহিকের দৌলতেই বেশ জনপ্রিয় অভিনেত্রী উষসী রায়।
তবে উষসী নয়, বকুল বলেই তিনি পরিচিত ও জনপ্রিয়।
'বকুল' চরিত্রে উষসী রায় একটি দস্যি মেয়ে। ছোট ছোট চুল, যে কিনা পুলিস অফিসার হওয়ার স্বপ্ন দেখে।
বাস্তবে কিন্তু উষসী এক্কেবারেই বকুলের মতো নন, তাঁর চুলও মোটেও ছোট করে কাটা নয়।
'বকুলকথা'র বকুল বিয়ের পরও এক্কেবারেই বদলায় নি, সে তেমনি ডানপিটেই রয়ে গিয়েছে।
বিয়ের পরও সংসারের হাজারও জটিলতা সামলাতে দেখা যায় বকুল ওরফে উষসী।
'বকুল কথা' ধারাবাহিকের বকুল অর্থাৎ উষসীর যাঁরা ভক্ত, তাঁদের জন্য রয়েছে সুখবর। এবার তাঁকে Zee বাংলার 'মহালয়া'তে দেখা যাবে দুর্গা হিসাবে।
মহালয়ার জন্য 'দুর্গা'র সাজে নিজের ছবি ফেসবুকে শেয়ার করেছেন উষসী নিজেই।