Wrong Casting In Films: ভুল কাস্টিংয়ে ভরাডুবির শিকার! তালিকায় যে বলিউড সিনেমাগুলি
অমিতাভ বচ্চন (থাগস অফ হিন্দুস্তান): এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। বক্স অফিসে ফ্লপ ছিল 'থাগস অফ হিন্দুস্তান' (Thugs of Hindustan)।
বরুণ ধাওয়ান (কলঙ্ক): বলিউডে যথেষ্ট বড় বাজেটের ফিল্ম ছিল 'কলঙ্ক' (Kalank)। প্রধান চরিত্রে থাকা বরুণ ধাওয়ান চরিত্রটিকে সেভাবে ফুটিয়ে তুলতে পারেননি। দর্শকদের মন ভাঙে 'কলঙ্ক'।
অর্জুন কাপুর (পানিপথ): ঐতিহাসিক পটভূমিতে তৈরি হওয়া 'পানিপথ'- এ (Panipat) প্রধান চরিত্রে ছিলেন অর্জুন কাপুর। চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি তিনি। বক্স অফিসে ফেল এই ছবিটিও।
পরিণীতি চোপড়া (সাইনা): সাইনা নেহওয়ালের (Saina) বায়োপিকে অভিনয় করেছিলেন পরিনীতি চোপড়া। কিন্তু সাইনার চরিত্রে পরিনীতিকে মেলাতে পারেননি দর্শক।
অক্ষয় কুমার (পৃথ্বীরাজ): বলিউডের একটি বহু প্রতীক্ষিত ছবি ছিল 'পৃথ্বীরাজ' (Prithviraj)। ঐতিহাসিক পটভূমিতে বানানো এই ছবির প্রধান চরিত্রে ছিলেন অক্ষয় কুমার। কিন্তু 'পৃথ্বীরাজের' চরিত্রে খাপ খাওয়াতে পারেননি তিনি। বক্স অফিসে ফ্লপ করে ছবিটি।