প্লাস্টিক সার্জারি করেছেন যেসব বলিউড ডিভারা
নিজেকে আরও বেশি সুন্দর করে শরীরে ছুরি কাঁচি চালিয়েছেন এমন তারকার সংখ্যা বলিউডে নেহাত কম নয়। বি-টাউনে কান পাতলে শোনা যায় খোদ বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানও নিজেকে সুন্দর করতে প্লাস্টিক সার্জারি করেছেন। যৌবন ধরে রাখতেই তিনি নাকি এই প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে শোনা যায়।
তিনি নাকি নিখুঁত, এমনটাই অনেকে মনে করেন। তবে আদপে তাঁর রূপের পিছনেও নাকি রয়েছে সেই প্লাস্টিক সার্জারির কামাল। শোনা যায় ঠোঁটের সার্জারি করিয়েছেন। যদিও এই সার্জারির কথা কখনওই স্বীকার করেননি রাই সুন্দরি নিজে।
শোনা যায়, শরীরে একাধিক বার প্লাস্টিক সার্জারি করেছেন অভিনেত্রী আয়েশা টাকিয়া। তিনি প্লাস্টিক সার্জারি করে স্তনের কাপ সাইজ বেশ কয়েক ধাপ বাড়িয়েছেন। পাশাপাশি কিছুদিন আগে চোখ ও ঠোঁটের সার্জারিও করেছেন বলে জানা যায়।
প্রিয়াঙ্কা চোপড়া যখন ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন তখন তাঁর ঠোঁট ছিল অত্যাধিক মোটা। পরবর্তীকালে তিনি তাঁর ঠোঁট ও নাকের সার্জারি করান বলে শোনা যায়। যদিও একথা নিজে কখনওই স্বীকার করেননি প্রিয়াঙ্কা।
ক্যাটরিনা কাইফও নাকি তাঁর মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে থুতনির অল্প বিস্তর সার্জারি করিয়েছেন বলে শোনা যায়।
প্রথমদিকের শিল্পা শেট্টির সেই মোটা নাক, শ্যামবর্ণা চেহারা আর দেখা যায় না। শোনা যায় সৌন্দর্য বৃদ্ধি করতে শিল্পা নাকি মুখের একাধিক সার্জারি করিয়েছেন।
বলিউডের প্লাস্টিক সার্জারির হাওয়া লেগেছে দক্ষিণেও। শোনা যায় কমল হাসান কন্যা শ্রুতি হাসানও তাঁর চেহারার একাধিক পরিবর্তন করিয়েছেন প্লাস্টিক সার্জারির মাধ্যমেই।
শোনা যায় নিজেকে সুন্দর করে তুলতে নাকি মুখের প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাখি সাওয়ান্ত।
ডাক সাইটে সুন্দরি ছিলেন। তবুও নাকি সেই সৌন্দর্যে খুশি ছিলেন না শ্রীদেবী। তিনিও নাকি একাধিকবার প্লাস্টিক সার্জারি করিয়েছেন মুখের। বদলেছেন ঠোঁট।
প্লাস্টিক সার্জারি করে ঠোঁট ও স্তনের আকৃতি বদলেছেন কঙ্গনা রানাওয়াত।
প্লাস্টিক সার্জারি করে নাকের আকৃতি বদলেছেন কোয়েনা মিত্র।
ঠোঁটের প্লাস্টিক সার্জারি করিয়েছেন অনুষ্কা শর্মা। সার্জারিতে বদলেছেন চোয়ালের অধিক উঁচু অংশও।