`বারপুজো`-র বুক কভার লঞ্চে জমজমাট দুই প্রাক্তনীর আড্ডা
মঙ্গলবার দুপুরে সাংবাদিক গৌতম ভট্টাচার্যের লেখা 'বারপুজো'-নামের উপন্যাসের বুক কভার লঞ্চ হয়ে গেল।
ময়দানের সামগ্রিক গল্প নিয়ে এবার কলকাতা বইমেলায় আত্মপ্রকাশ করতে চলেছে উপন্যাস 'বারপুজো'।
এদিন মোহনবাগান মাঠে বারপুজো'-র বুক কভার লঞ্চে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, শরদিন্দু মুখার্জি। ছিলেন মোহনবাগান সহ সচিব সৃঞ্জয় বোস এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য এবং মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের জমজমাট আড্ডা ছিল দেখার মতো।
বর্তমান প্রজন্মের বাঙালি ফুটবলার হারিয়ে যাচ্ছে। নতুন ফুটবলার উঠে আসছে না সেভাবে। সেই সঙ্গে দুই প্রধানের বিদেশি কোচদের নিয়ে আলোচনা-সমালোচনায় সুব্রত-মনোরঞ্জন।