BGT 2024-25: বিরাট লিড, ভারতকে ভাঙতে হবে ৯৬ বছরের রেকর্ড! নীল আগুন জ্বালিয়ে ইতিহাস কি হবে?

Sun, 29 Dec 2024-2:30 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাপ যেন কমছেই না। শেষ উইকেটের জুটিতে উঠল ৫৫ রান। অস্ট্রেলিয়ার লিড ৩৩৩ রানের। 

চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষ হল। কালকে পঞ্চম দিন। অন্তিম দিন। পাহাড় সমান এর আগেও মেলবোর্নে চেজ হয়েছে।

কিন্তু তার মধ্যে রয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এখনও ৩৪ বার রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। 

এই টানটান টেস্ট সিরিজে প্রতি মুহূর্তে নতুন রেকর্ড তৈরি হচ্ছে এবং ভাঙছে। 

তেমনই নতুন রেকর্ড তৈরি হল ৯৬ বছর পর। ১৯২৮ সালে শেষ ইংল্যান্ড ৩৩২ রান তাড়া করেছিল। 

 

এরপর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ভারত এই পাহাড় সমান রান তাড়া করতে নামবে। নীল আগুন জ্বালিয়ে ইতিহাস কি হবে? সেই দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা। 

একটা সময় অস্ট্রেলিয়া মাত্র ৯১ রানে ৬ উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল। অজিদের দেড়শোর আগেই অলআউটের সম্ভবনা তৈরি হয়েছিল। কিন্তু লাবুশেন এবং কামিন্স পালটা লড়াই শুরু করেন। কিন্তু সেই সম্ভাবনায় কার্যত জল দিল শেষ উইকেটের জুটি। লিও এবং বোল্যান্ড জুটি বেঁধে তুললেন অপরাজিত ৫৫ রান। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link