করোনা যুদ্ধ জিতে ফিরেই বড় সুসংবাদ পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন
করোনা যুদ্ধজয় করে ফিরেছেন কিছুদিন আগেই। এবার বড় সুখবর পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বাবা হলেন তিনি।
বরিসের বাগদত্তা ক্যারি সাইমন্ডস পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। লন্ডনের একটি হাসপাতালে রয়েছেন মা ও ছেলে। দুজনেই সুস্থ আছেন।
বরিস ও তাঁর বাগদত্তা ক্যারি, দুজনেরই করোনা টেস্টে পজিটিভ হয়েছিল। এর পর হাসপাতালে ভর্তি হন বরিস। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। এর পর দীর্ঘ লড়াই জিতে তিনি ফিরেছেন।
মার্চ মাসের শুরুতেই বরিস ও ক্যারি আংটি বদল করেন। যদিও কবে বিয়ে করবেন তা নিয়ে এখনও কিছু জানাননি ৫৫ বছর বয়সী বরিস। ক্যারি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ।
বরিসের প্রথম স্ত্রীর ঘরে চারজন সন্তান রয়েছে। ২০১০ সালে প্রথম পক্ষের স্ত্রীর চতুর্থ সন্তানের বাবা হয়েছিলেন তিনি।