গোপনেই বিয়ে সারলেন ব্রিটেন প্রধানমন্ত্রী Boris Johnson
ফের বিয়ের আসনে বোরিস জনসন। বিয়ে করলেন Carrie Symonds কে, শনিবার Westminster Cathedral এ বিয়ে সারলেন তাঁরা, বোরিসের মুখপাত্রের কাছ থেকে জানা যায় শেষ মুহূর্তে মাত্র কয়েকজন ঘনিষ্ট সদস্যকেই ডাকা হয়েছিল তাঁদের বিয়েতে।
লন্ডনে লকডাইন, তারই মধ্যে বিয়ে করলেন তাঁরা।
অতিমারির কারণে ইতিমধ্যেই ইংল্যান্ডে বিয়ের অনুষ্টানে ৩০ জনের বেশি লোক জমায়েত হওয়ার অনুমতি নেই।
৫৬ বছরের Boris Johnson ৩৩ বছরের Carrie Symonds কে বিয়ে করছেন, Symonds কে সাদা রঙের লঁ ড্রেস পরে বিয়ে করেবন।
Boris Johnson ২০১৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পরই Carrie Symonds কে নিয়ে সহবাস করতেন।