এবিপি ও ইন্ডিয়া টুডে- দুই সমীক্ষাতেই ত্রিশঙ্কু লোকসভার আভাস, কিংমেকার আঞ্চলিক দলগুলি

Thu, 24 Jan 2019-10:04 pm,

ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইট মুড অব দ্য নেশন পোলের সমীক্ষা মিলে গেলে ত্রিশঙ্কু হতে চলেছে আসন্ন লোকসভা। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আঞ্চলিক দলগুলির ভূমিকা। প্রায় কাছাকাছি রয়েছে এবিপি-সি ভোটারের সমীক্ষা। দুটি জনমত সমীক্ষারই ইঙ্গিত, ত্রিশঙ্কু হতে চলেছে লোকসভা।     

ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইট মুড অব দ্য নেশন পোলের সমীক্ষার আভাস, এখনই ভোট হলে এনডিএ জোট পেতে পারে ২৩৭টি আসন। গতবারের চেয়ে ৯৯টি আসন কম। গতবারের চেয়ে ১০৬টি আসন বাড়িয়ে ইউপিএ পেতে চলেছে ১৬৬টি আসন। অবিজেপি-অকংগ্রেসি জোটের বাইরে থাকা দলগুলি পেতে পারে ১৪০টি আসন। 

এবিপি-সি ভোটারের সমীক্ষাও ত্রিশঙ্কু লোকসভার আভাস দিচ্ছে। তাদের ইঙ্গিত, এনডিএ পেতে পারে ২৩৩ আসন। ১৬৩টি আসন ঝুলিতে যাবে ইউপিএ-র। অন্যান্যরা পেতে পারে ১৪৩টি আসন। 

দুই সমীক্ষার ইঙ্গিত থেকে স্পষ্ট, ত্রিশঙ্কু লোকসভা হতে চলেছে। মহাজোটের সামনে আটকে যাচ্ছে এনডিএ। এমন প্রেক্ষাপটে  তৃণমূল, সপা ও বসপার মতো আঞ্চলিক দলগুলিই হতে চলেছে কিংমেকার।     

ফলে এনডিএ ও ইউপিএ দু'পক্ষের কাছেই রয়েছে সরকার গঠনের সম্ভাবনা। কারণ, অধিকাংশ আঞ্চলিক দলই মোদীকে সমর্থন দিতে নারাজ। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর জায়গায় অন্য কাউকে মুখ করে আঞ্চলিক দলগুলির সমর্থন জোগাড় করতে পারে বিজেপি। আবার ইউপিএ-র কাছেও সরকার গঠনের সুযোগ রয়েছে।  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link