ভারতীয় বক্সিংয়ে নতুন ইতিহাস লিখলেন বক্সার অমিত পঙ্ঘাল
ভারতীয় বক্সিং সার্কিটে তিনি ছোটা টাইসন নামে পরিচিত। সেই ছোটা টাইসন এবার নতুন ইতিহাস লিখলেন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন অমিত পঙ্ঘাল।
এর আগে কোনও ভারতীয় বক্সার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেননি। এর আগে ২০১৮ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন অমিত।
কাজাখস্তানের একতেরিনবার্গে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুক্রবার অমিত হারালেন সাকেন বিবোসিনেবকে। তিনি কাজাখস্তানের বক্সার।
পুরুষদের ৫২ কেজি ফ্লাইওয়েট বিভাগে বিবোসিনেবকে ৩-২ তে হারিয়েছেন অমিত। এবার ফাইনালে অমিতকে লড়তে হবে উজবেকিস্তানের শাখোবিদিন জইরাবের বিরুদ্ধে ।
২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন অমিত। তবে তার পর থেকে তাঁর সাফল্য আকাশ ছোঁয়ার মতো।