EXPLAINED | BPL Payment Crisis: কোথায় মুখ লুকোবে বাংলাদেশ? `বেতনহীন বিপিএল`-এ চেক বাউন্স! খেপে লাল তাসকিন-মালানরা

Tue, 28 Jan 2025-8:23 pm,
BPL Payment Crisis

ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ধাঁচে বাংলাদেশও শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়র লিগ! কিন্তু যত দিন যাচ্ছে সেদেশের ক্রিকেট বোর্ড বুঝতে পাচ্ছে যে, কাক যতই ময়ূরের পেখম পরে, ময়ূর হওয়ার চেষ্টা করুক না কেন, সে কাক-ই থাকে! 'বেতনহীন বিপিএল' ইস্যুতে আবারও খেপে লাল দেশ-বিদেশের ক্রিকেটাররা! বদলের বাংলাদেশের পরিস্থিতি যে কত'টা খারাপ হতে পারে, তা প্রতিদিনই ফুটে উঠছে চোখের সামনে

 

BPL Salary Crisis

২০১২ ও ২০১৩ সালে দেখেছে বিপিএলের প্রথম দুই সংস্করণ। সেখানে বহু খেলোয়াড়ের পারিশ্রমিক বকেয়া ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে ঠিকমতো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এনেছিলেন তাঁরা। দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক মরসুমের জন্য টুর্নামেন্ট স্থগিতও করেছিল। কিন্তু ২০২৫ সালে ফের  বেতন দিতে নাজেহাল বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি! 

 

Taskin Ahmed on BPL Payment Crisis

বিপিএলে দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। তিনি বলছেন, 'আমাদের আজ চেক দেওয়া হয়েছে। আমরা আজই এটি জমা দেব। আশা করব যদি উইকেটের মতো যেন চেক বাউন্স না হয়, তাহলে আমরা সমস্যায় পড়ব।' 

প্রাক্তন ইংরেজ তারকা দাউইদ মালান খেলেন ফর্চুন বরিশালের হয়ে। তিনি সাংবাদিকদের বলেছেন, 'যেখানেই খেলি না কেন, চাইব মৌলিক বিষয়গুলো ঠিকঠাক থাকবে। আমাদের কাজ ক্রিকেট খেলা। আর অন্যদের কাজ হল আমাদের বেতন নিশ্চিত করা। টাকা থাকলেই দল করা উচিত। টাকা না থাকলে নয়, এতটাই সহজ বিষয়টি। এই সমস্যাগুলো হওয়া উচিতই নয়। এটি এমন কিছু যা সহজেই নিয়ন্ত্রণ করা যায়।'

 

বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে টুর্নামেন্টের কড়া সমালোচনা করেছেন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রধান নির্বাহী টম মোফাট। তাঁর ভাষায়, বিপিএল এই বিষয়ে বারবার দোষী প্রমাণিত হয়েছে। রংপুর রাইডার্সের বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর হয়ে মাঠে নামেননি বিদেশি খেলোয়াড়েরা। তারপরই এই কড়া বার্তা দিয়েছে ডব্লিউসিএ। 

 

গত সপ্তাহে রাজশাহীর খেলোয়াড়রা অনুশীলন না করে বকেয়া পারিশ্রমিকের বিষয়টি সবার সামনে আসে। টুর্নামেন্টের প্রথম দু'সপ্তাহে কোনও পারিশ্রমিক পাননি দলের খেলোয়াড়রা। চট্টগ্রামের রাজশাহী হোটেলের বিলও ঠিকমতো পরিশোধ হয়নি বলে খবর। রাজশাহীর মালিক শফিকুর রহমান যে কী করবেন তা এখনও নিশ্চিত নয়। দুর্বার রাজশাহী ছাড়াও চিটাগং কিংসের বিরুদ্ধে লিগের ১১ নম্বর সংস্করণে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link