Bridge horror: ব্রিজ ভেঙে অ্যাসিড বোঝাই ট্রাক পড়ল নদীতে, জলে মিশল বিষ! ছটফট...

Mon, 23 Dec 2024-4:59 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৫৩৩ মিটারের দীর্ঘ সেতু। এটি ব্রাজিলের দুটি রাজ্য মারানহাও এবং টোকান্টিনসকে একে অপরের সঙ্গে সংযোগকারী ব্রিজ। ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে, রবিবার।

দুর্ঘটনার সময় ব্রিজ দিয়ে একটি অ্যাসিড ট্যাঙ্কার ট্রাক সহ বেশ কয়েকটি যানবাহন পার হচ্ছিল। ব্রিজ আচমকা ভেঙে পড়ার ফলে সালফিউরিক অ্যাসিড বহনকারী ট্যাঙ্কারটি নদীতে পড়ে যায়। 

অন্যদিকে, এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্য একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১০ জনেরও বেশি লোক আহত হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় দুটি ট্রাক, একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল ৫০ মিটারের বেশি গভীর নদীতে পড়ে গেছে।

 

উদ্ধার তৎপরতা সাময়িকভাবে ডুবুরিরা শনাক্ত করেছিল যে ডুবে যাওয়া ট্যাঙ্কারগুলির মধ্যে একটি সালফিউরিক অ্যাসিড লিক করছে, যা এই অঞ্চলে আরও ভয়ংকর বিপদ ডেকে আনবে। 

উল্লেখ্য়, এই ব্রিজটি ১৯৬০ সালে নির্মিত। 'জুসেলিনো কুবিটশেক দে অলিভেইরা ব্রিজ' নামে পরিচিত, প্রাচীন কাঠামোটি শক্তিশালী কংক্রিট দিয়ে নির্মিত হয়েছিল। ঘটনার সময় আগিয়ানোপলিস শহরের কাউন্সিলর ইলিয়াস জুনিয়র কর্তৃপক্ষের কাছে সেতুটির সমস্যা তুলে ধরতে একটি ভিডিও করছিলেন। তার অভিযোগ, সেতুটি ভারী ভারী ট্রাক বহন করার মতো অবস্থায় আর ছিল না। ভিডিওতে তিনি সেতুটির মাঝ বরাবর একটি ফাটল তুলে ধরছিলেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link